শেরপুরে জাতীয় কন্যা শিশু দিবসে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 04.10.2022 - 02:50 PM
Share icon
Image

'সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার' এই প্রতিপাদ্যে শেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যাশিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর মঙ্গলবার সকালে শেরপুর জেলা সরকারি শিশু পরিবারে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে অর্ধশত শিশু ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

এসময়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, শেরপুর জেলা সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শামীমা নাছরিন, সাংবাদিক ও কবি রফিক মজিদসহ শিশু পরিবার ও শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের শিশু অধিকার সপ্তাহের শেষান্তে আগামী ১১ অক্টোবর বিকেলে শেরপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশুর উন্নয়ন, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার। এই শিশুদের অন্তত ১৫ শতাংশ কন্যাশিশু। কন্যাশিশুর ওপর বঞ্চনা বেড়ে যাওয়ায় দিবসটি বিশেষ গুরুত্ব সহকারে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Share icon