শেরপুরে মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
রবি, 19.03.2023 - 06:28 PM
Share icon
Image

শেরপুরে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী কর্তৃক বাঙালী গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ১৯ মার্চ রোববার সকালে শেরপুর শহরের নয়ানীবাজারে আল বদর বাহিনীর টর্চার সেল খ্যাত সুরেন্দ্র মোহন সাহার বাড়ির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ শেরপুর জেলা শাখা। 

মানববন্ধন চলাকালে জেলা সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সভাপতি মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা,  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতারুজ্জামান, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা ড. সুধাময় দাস, ফাঁসির দন্ড কার্যকর হওয়া শীর্ষ যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের সাক্ষী আত্মস্বীকৃত আল বদর মনোয়ার হোসেন খান ওরফে মোহন মুন্সি, জেলা ঘাতক দালাল নিমর্ূল কমিটির সাবেক সাধারণ সম্পাদক হারেজ আলী ও সাংবাদিক আব্দুর রহিম বাদল বক্তব্য রাখেন। 

এ সময় সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ শেরপুর জেলা শাখার অন্যান্য সদস্য,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবির পাশাপাশি শেরপুর জেলার বিভিন্ন বধ্যভূমি সংরক্ষণ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্বত রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠাসহ স্বাধীনতা বিরোধীদের নির্মূল করার আহবান জানান।  

 

Share icon