শেরপুরে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সোম, 22.05.2023 - 01:04 PM
Share icon
Image

শেরপুরে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ২২ মে সোমবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ২২ থেকে ২৮ মে পর্যন্ত এ ভূমিসেবা সপ্তাহ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। পরে জেলা প্রশাসকের রজনীগন্ধা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় এডিসি (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হোসেন, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক জানায়, ই-সেবা চালু করার পর জেলা সদর উপজেলায় চলতি অর্থ বছরে ২ কোটি ৭০ লক্ষ টাকা ভূমি কর আদায় করা হয়েছে।

সেবা সপ্তাহে জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের জন্য ই-নামজারি, খাজনা আদায়, জমির পর্চা, মৌজা ম্যাপ প্রদানসহ অন্যান্য সেবা সমূহ প্রদান করা হবে।

Share icon