শেরপুরে ৩৬টি পরিবারের বাড়িঘর দোকানপাট লুটপাটসহ মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
শুক্র, 23.06.2023 - 05:11 PM
Share icon
Image

শেরপুরে ৩৬টি পরিবারের বাড়িঘর ও দোকানপাট লুটপাটসহ মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় সদর উপজেলার রৌহা সুমি ডোবারপাড় গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মুক্তার আলীর ছেলে সুমন মিয়া। 

তিনি বলেন, রৌহা সুমিডোবারপাড় গ্রামের মন্টু ও আমিনুল গংদের সাথে শাখাওয়াত ও হাবিব গংদের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে গত বছর  ১০ ডিসেম্বর সংঘর্ষে নিহত হয় তোতা মিয়া নামে তৃতীয় পক্ষের এক লোক। এ ঘটনায় তোতার জ্যাঠাতো ভাই বাবুল আক্তার পূর্ব শত্রুতার জের ধরে বাদী হয়ে মুক্তার গংদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ।  এ মামলায় গ্রেফতার হয় মুক্তার গংরা। এ সুযোগে বাবুল আক্তার ২০/৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে মুক্তার গংদের ৩৬ টি বাড়ি ঘর, পুকুর ও দোকানপাট লুটপাট করে নিয়ে যায়। এছাড়াও তাদের নামে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করা হচ্ছে এবং তিনি এর সুষ্ঠ বিচার চান।  

এ ব্যাপারে ঘটনার বাদী বাবুল আক্তার বলেন, কে বা কারা তাদের বাড়িঘর লুট করেছে তা আমি জানিনা।

এ সময় ভুক্তভোগী ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

Share icon