শেরপুরে সাবেক রাষ্ট্রপতি এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
শুক্র, 14.07.2023 - 05:47 PM
Share icon
Image

শেরপুরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ দুপুরে খরমপুরস্থ জাতীয় পার্টির জেলা কার্যালয়ের সামনে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিন। 

জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক মনির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সৈয়দ আতর আলী।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাষ্ট্রপতি এরশাদ ৯ বছর রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধিসহ গ্রাম-বাংলার উন্নয়নে কাজ করেছেন। রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা, শুক্রবার সাপ্তাহিক ছুটি, ধর্মীয় প্রতিষ্ঠানের বৈদ্যুতিক বিল মওকুফসহ উপজেলা ব্যবস্থার প্রবর্তকও ছিলেন সাবেক এই রাষ্ট্রপ্রধান।

সভার শুরুতে আত্নার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও আলোচনা সভা শেষে নেতাকর্মীরা প্রয়াত রাষ্ট্রপতি এইচএম এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Share icon