শেরপুরে রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

স্টাফ রিপোর্টার
শনি, 18.11.2023 - 10:10 PM
Share icon
Image

ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) শেরপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস ও পুলিশ লাইন্স এর বিভিন্ন দপ্তর বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বার্ষিক পরিদর্শন উপলক্ষে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শেরপুর পুলিশ লাইন্সে উপস্থিত হলে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান হয়।

Image

পরিদর্শন উপলক্ষে পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত ৫ টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ পূর্বক প্যারেড পরিদর্শন করেন ডিআইজি।

পরে সময় রেঞ্জ ডিআইজি রিজার্ভ অফিস, পুলিশ লাইন্সে অবস্থিত জেলা পুলিশের বিভিন্ন দপ্তর, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, মোটরযান শাখার  সার্বিক কার্যক্রম সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

ওইসময় শেরপুর জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল-মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Share icon