শেরপুরে সাংবাদিকদের সাথে র‌্যাব-১৪ এর নবাগত কোম্পানি কমান্ডারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
রবি, 03.12.2023 - 10:31 PM
Share icon
Image

শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের নবাগত কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী। ৩ ডিসেম্বর রোববার বিকেলে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে র‌্যাব কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী বলেন, র‌্যাব শুরু থেকেই সন্ত্রাস-নাশকতা, মাদক ও জুয়াসহ গুরুতর অপরাধ নিয়ন্ত্রণ ও নির্মূলে কাজ করে যাচ্ছে। দিন দিন র‌্যাবের কাজের পরিধি বাড়ছে। শেরপুর অঞ্চলে মাদক, জুয়ার পাশাপাশি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কাজ করছে। মাদক, জুয়া ও নাশকতার বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওইসব অপরাধ প্রতিরোধে র‌্যাব সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

এছাড়াও তিনি সাংবাদিকদের তথ্য আদান- প্রদানসহ ঝুঁকিপূর্ণ পেশাগত দায়িত্ব পালনে র‌্যাবের সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করে বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে তাদের সহযোগিতা অপরিহার্য।

মতবিনিময় সভায় শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শরিফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও সাবিহা জামান শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক নুরে আলম চঞ্চল, দপ্তর সম্পাদক মারুফুর রহমান, নির্বাহী সদস্য দেবাশীষ সাহা রায়, ও মহিউদ্দিন সোহেল, সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল, সঞ্জীব চন্দ বিল্টু, তালাত মাহমুদ, আব্দুর রফিক মজিদ, ইমরান হাসান রাব্বী, ইউসূফ আলী রবিন, নাঈম ইসলাম প্রমুখ। 

ওই সময় জেলায় কর্মরত অন্যান্য না না না গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Share icon