নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ছানুসহ ৪ জনকে নোটিশ

স্টাফ রিপোর্টার
শনি, 09.12.2023 - 05:11 PM
Share icon
Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা ১৪৩ এর শেরপুর-১ (সদর) আসনের আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে নোটিশ দিয়েছেন শেরপুরের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল এর বিচারক মাহবুব আলী মোয়াদ। 

এছাড়াও ওই প্রার্থীর পক্ষে একই আচরণ বিধি ভঙ্গের অভিযোগে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামছুন্নাহার কামালকে নোটিশ দেয়া হয়েছে। আগামী ১০ ডিসেম্বর সকাল ১১ টায় তাদেরকে স্বশরীরে হাজির হওয়ার জন্য ট্রাইব্যুনাল  নির্দেশ প্রদান করেছে।

নোটিশে বলা হয়, প্রার্থী নিজে এবং তার পক্ষে অভিযুক্তরা গত ৪ ও ৬ ডিসেম্বর শহরের বিভিন্ন স্থানে এবং বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধি লংঘন করে নির্বাচনী প্রচারণা চালায়। এ বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে ট্রাইবুনালে  তলব করা হয়েছে।

Share icon