শেরপুরের মির্জাপুর স:প্রা: বিদ্যালয ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার
শনি, 06.01.2024 - 07:33 PM
Share icon
Image

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: শেরপুর সদর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের স্টোররুমে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। আজ ৬ জানুয়ারী শনিবার সকালে সদর উপজেলার বাজিতখিলার মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আজ শনিবার আনুমানিক সকাল ৬ টায় সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যালয়ের স্টোররুমে থাকা বেশ কয়েকটি বেঞ্চ পুড়ে যায়। 

মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ কামাল বলেন, ‘আমরা বিদ্যালয়ের পাশেই মসজিদে নামাজ পড়ছিলাম। লোকজনের চিৎকার শুনে বাইরে বের হয়ে দেখি বিদ্যালয় স্টোর রুমে আগুন জ্বলছে । পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভায়।

Image

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, ‘ভোর ৬টার একটু পর আগুনের খবর পেয়ে পুলিশ নিয়ে আমরা মির্জাপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে যাই। পৌঁছে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। এ জন্য আগুন একটি কক্ষের বাইরে ছড়াতে পারেনি।’ 

এদিকে এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম। 
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি নাশকতা কি না আমরা খতিয়ে দেখছি।

​​​​​

Share icon