শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
রবি, 14.01.2024 - 07:16 PM
Share icon
Image

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলামের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ জানুয়ারী বিকাল ৪ ঘটিকায় ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্য্যালয় চত্বরে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলাম।

Image

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালেহ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোফাজ্জল হোসেন চাঁন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু তাহের প্রমুখ।

সভায় ঝিনাইগাতী উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে পুষ্পস্তবক অর্পণ করে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে উপজেলার প্রবেশদ্বার চেঙ্গুরিয়া কালিবাড়ী বাজার থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিবাদন জানিয়ে বিশাল একটি মোটরসাইকেল বহর ঝিনাইগাতীর সভাস্থল পর্যন্ত নিয়ে আসেন। এসময় ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বছির আহমেদ বাদল ও ওসি (তদন্ত) মোঃ আবুল কাশেম।

Share icon