শেরপুরে রূপকল্প বাস্তবায়নে স্ট্রাটেজিক প্ল্যান এক্সারসাইজ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
শুক্র, 19.01.2024 - 01:40 PM
Share icon
Image

ব্যক্তি ও সমাজের মনোজগতের পরিবর্তন এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন আগামী দিনের রূপকল্প বাস্তবায়নে  কার্যকর পরিকল্পনা গ্রহণের লক্ষে স্ট্রাটেজিক প্লান এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে শেরপুরে।

১৮ জানুয়ারি বৃহস্পতিবার শহরের নিউমার্কেট পাতাবাহার খেলাঘর আসর মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) দিনব্যাপী এ স্ট্রাটেজিক প্লান এক্সারসাইজের আয়োজন করে।

এতে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ সংগঠক সহ রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, নারীনেত্রী, যুব নেতা সহ অনগ্রসর জনগোষ্ঠির ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে এ স্ট্রাটেজিক প্লান এক্সারসাইজটি পরিচালনা করেন গবেষক ও উন্নয়ন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ড. আসাদ খান, আইইডি’র সহ-সমন্বয়ক সুবোধ বাস্কে।

অনুষ্ঠানে স্থানীয় পরিপ্রেক্ষিতে বিবেচনায় ব্যক্তি জীবনে ও সমাজ বাস্তবতায় এবং নেতৃত্বের ক্ষেত্রে ও সাধারণ জনগণের ক্ষেত্রে কোন কোন ধরনের পরিবর্তন হয়েছে, বর্তমান বাস্তবতা এবং রূপকল্প বাস্তবায়নে নিজেদের মতামত তুলে ধরেন অংশগ্রহণ কারিরা।

 

Share icon