শেরপুরে গাঙচিল শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
শনি, 20.01.2024 - 10:00 AM
Share icon
Image

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে শীতকালীন সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ ও গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুঁথি পাঠ অনুষ্ঠিত হয়েছে। 

১৯ জানুয়ারি শুক্রবার রাতে শহরের নয়ানী বাজারস্থ গাঙচিল কার্যালয়ে এ সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গাঙচিলের প্রচার সম্পাদক ছড়াকার হারুন অর রশীদ। 

এ সময় বিশেষ অতিথিরদের মধ্যে কেন্দ্রীয় গাঙচিলের সমন্বয়ক প্রবীণ কবি ও ছড়াকার নুরুল ইসলাম মনি, কবি ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার আবু তাহের, শেরপুরের সাহিত্যানুসন্ধানী লেখক জ্যোতি পোদ্দার উপস্থিত ছিলেন।

গাঙচিল জেলা শাখার সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভাপতি রফিক মসজিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত কবি সাহিত্যিকরা কবিতার গঠন ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 

পরে স্বরচিত কবিতা পাঠ এবং সবশেষে শেরপুরের বিশিষ্ট লেখক ও পুঁথি পাঠক এম এইচ মুকুল জেলার চিত্র নিয়ে একটি পুঁথি পাঠ করেন।

উপস্থিত অন্যান্য কবিদের মধ্যে স্বরচিত কবিতা পাঠ করেন আরিফ হাসান, হাসান শরাফত, খালিদুজ্জামান টিটো, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম, হামিদা ইয়াসমিন, আজাদ সরকার, রুমেল খান, নোমান মিয়া, মোঃ রাহাতুল ইসলাম প্রমূখ।

Share icon