গজনী পর্যটন কেন্দ্রে বাস চাপায় আইসক্রীম বিক্রেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার
শনি, 24.02.2024 - 08:53 PM
Share icon
Image

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের 'গজনী অবকাশ' পর্যটন কেন্দ্রে বাসের নীচে চাপা পড়ে
আমের আলী (৩৫) নামের এক আইসক্রীম বিক্রেতা নিহত হয়েছেন। শনিবার (২৪ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে। 

পর্যটন কেন্দ্রের আইসক্রিম বিক্রেতা নিহত আমের আলী উপজেলার সদর ইউনিয়নের বন্ধভাটপাড়া গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও চালকসহ ঘাতক বাসটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আমের আলী প্রতিদিনের মতোই সকাল থেকে গজনী অবকাশে রিক্সা-ভেনেকরে আইসক্রীম বিক্রি করছিলেন। বিকেল পৌনে ৪ টার দিকে গজনী অবকাশের ভীতরে কসমেটিকস মার্কেটের পাশে টাঙ্গাইল থেকে বনভোজনে আসা দ্রুতগামী সোনিয়া নামের একটি বাস (ঢাকা মেট্রো গ- ১১-৩৬৭৪) দ্রুত গতিতে আইসক্রিমের দোকানের উপর উঠিয়ে দেয়। এতে দোকানদার আমের আলী গাড়ীর নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বছির আহমেদ বাদল জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাস এবং চালককেও আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলমান আছে।

Share icon