শেরপুরে স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহের মুকুল নিকেতন জয়ী

স্টাফ রিপোর্টার
রবি, 28.04.2024 - 06:12 AM
Share icon
Image

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪ এর বিভাগীয় রাউন্ডের খেলা শেরপুর ভেন্যুতে শুরু হয়েছে। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ২৭ এপ্রিল শনিবার অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় ৭ উইকেটে কিশোরগঞ্জের আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বড় জয় পেয়েছে।

নির্ধারিত ৪৫ ওভারের খেলায় টস জিতে কিশোরগঞ্জের আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে। মুকুল নিকেতনের বোলারদের বোলিং তোপের মুখে ২৬ দশমিক ৩ ওভারে মাত্র ৬৩ রানে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় অলআউট হয়। ব্যাটার মাহিন সর্বোচ্চ ১৯ রান এবং রাতুল ১১ রান করে। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান যোগ হয় মি. এক্সট্রা থেকে। আর কোন ব্যাটার দু’অঙ্কের রান ছুঁতে পারেননি।

মুকুল নিকেতনের বোলার নাসিব ৪ ওভার বল করে ১ মেডেন সহ ৫ রানে ৪টি এবং মারুফ ২ মেডেন সহ ১৭ রানে ৩টি উইকেট দখলে নেন। মাত্র ৬৪ রানের টার্গেট পেয়ে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে ব্যাটাররা প্রথম থেকেই মারকুটে ব্যাটিং শুরু করে। এতে মাত্র ৯ দশমিক ১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান তুলে সহজ জয় তুলে নেয়। ওপেনার দিগন্ত ১৫ রান এবং দুই অপরাজিত ব্যাটার শামীম ১৫ রান ও রুমান ১০ রান এবং অতিরিক্ত ২০ রানের সুবাদে অনায়াস জয় পায় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়।

খেলা শুরুর আগে বেলুনের ফেস্টুন উড়িয়ে শেরপুর ভেন্যুর খেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, বিসিবি’র বয়সভিক্তিক টুর্নামেন্টের সাবেক বিভাগীয় সিলেক্টর বাবলা, ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স এসোসিয়েশনের সভাপতি হাকিম বাবুল এবং ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা, দুই বিদ্যালয়ের শিক্ষক, খেলোয়াড়-কোচ-আম্পায়ার-স্কোরার, অভিভাবক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিসিবি’র মিডিয়া কমিটির সদস্য ও শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত জানান, শেরপুর ভেন্যুতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ঢাকা বিভাগীয় রাউন্ডের এ খেলায় ৫টি জেলার চ্যাম্পিয়ন স্কুল দল নকআউট ভিত্তিতে প্রতিদ্ব›িদ্বতা করছে। দলগুলো হলো ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জের আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের টাঙ্গাইল উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের জাগির উচ্চ বিদ্যালয় এবং নরসিংদী জেলার সাতিপাড়া কালি কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ।

আগামী ৪ মে শেরপুর ভেন্যুতে একটি সেমিফাইনাল খেলা সহ এখানে ৫টি খেলা অনুষ্ঠিত হবে। ৬ মে মাদারীপুর ভেন্যুতে ফাইনাল খেলার মধ্য দিয়ে ঢাকা বিভাগীয় রাউন্ডের খেলা সমাপ্ত হবে। 

Share icon