নিউইয়র্কে "প্রবাসী শেরপুর জেলা সমিতি"র ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত

আমেরিকার নিউইয়র্কে "প্রবাসী শেরপুর জেলা সমিতি"র বর্ণাঢ্য ঈদ পূণর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হলো। ৩ মে শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে শের আলী গাজীর স্মৃতি বিজড়িত শেরপুর জেলার প্রবাসীদের মিলন মেলা বসেছিল।
সংগঠন সূত্রে জানা যায়, ইউএসএ প্রবাসী শেরপুর জেলা সমিতির সকলেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কম্যুনিটি এবং ফেলে আসা স্বদেশের কল্যাণে নিবেদিত থাকার সংকল্প ব্যক্ত করেছেন সংগঠনটি। এছাড়াও আমেরিকান স্বপ্ন পূরণে ঐক্যের বিকল্প নেই এবং সেই অভিপ্রায়ে সকলকে মূলধারার রাজনীতিতে সক্রিয় হওয়ার আহবান জানান সংগঠনের নেতৃবৃন্দরা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী প্রদোষ চক্রবর্তী । মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ’র পবিত্র কোরআন তেলাওয়াত ও স্বপন কুমার চক্রবর্তী’র পবিত্র গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ছামেদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি,উপদেষ্টা ও বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর জান্নাত রহমান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এন. মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সট্যাটেন আইল্যান্ড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী, সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষক কাজী আশরাফ হোসেন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক মোঃ আবুল কাশেম।
প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, পিঠা উৎসব গ্রামীণ বাংগালি সংস্কৃতির অবিছেদ্য অংশ । যুগ যুগ ধরে এই সংস্কৃতি আমরা লালন করে আসছি। অগ্রাহায়ণ ও পৌষ মাসে ঘরে নুতন ফসল উঠার সময় গ্রামীণ জনগোষ্টী ধনী - দরিদ্র সকল শ্রেনীর মানুষ নিজ নিজ বাড়িতে অথবা সম্মিলিত ভাবে ওই উৎসবের আয়োজন করে থাকে। এছাড়াও তিনি আরও বলেন, সত্তর ও আশির দশকে আমি যখন গ্রামে বসবাস করতাম তখন প্রাণভরে ওই উৎসব উপভোগ করেছি।বর্তমানে অতি আধুনিকতার যুগে আমরা তা হারিয়ে যেতে বসেছি। তিনি আরও বলেন, এই প্রবাস জীবনে নুতন প্রজন্মদের মাঝে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ধরে রাখতে চাইলে এই ধরনের পিঠা উৎসবের আয়োজন অনস্বীকার্য।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তৃব্য রাখেন, অনুষ্ঠানের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, সংগঠনের সাবেক সভাপতি মামুন রাশেদ, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক নাইছ চৌধুরী।
এছাড়াও বিশিষ্টজনদের মাঝে উপস্থিত ছিলেন, জামালপুর সমিতির সাবেক সভাপতি বাদল রহমান জিল্লুর, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, পরিচয় সম্পাদন নাজমুল আহসান, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক মো. মিজানুর রহমান, প্রথম আলো’র নির্বাহী সম্পাদক মনজুরুল হক, সাংবাদিক আনিসুর রহমান, সাংবাদিক সাখাওয়াৎ হোসেন সেলিম, বাংলাদেশ পোস্টাল এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন মজুমদার, সাবেক সভাপতি নাহিদ রায়হান লিখন, উপদেষ্টা সাবেরা জামান কচি প্রমুখ।
অনুষ্ঠানে শেরপুরের ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠার মধ্যে চিতৈই পিঠা, তেলের পিঠা, ভাঁপাপিঠা, পাটিসাপটা, গোটা পিঠা, পায়েস পিঠা, নারুপিঠা, কলাপিঠা, আউলা খেসী, নারিকেল বরা পিঠা,খির পিঠা, তাল পিঠা, লবংগ পিঠা, সন্দেশ পিঠা, ঝাঁলপিঠা ,ফুলপিঠা, চাপরিপিঠা, চিরাপিঠা, মোয়াপিঠা ও সেমাই পিঠা সহ প্রায় ২৮/২৯ প্রকারের পিঠা দিয়ে আমন্ত্রিতদের আপ্যায়ন করা হয়।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শামীম রেজা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহ মাহবুব দেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণ সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রেখা জামান চৌধুরী, মাসুদ পারভেজ মুক্তা, আসমাউল হুসনা লীরা, শহিজ উদ্দিন মিয়া শিমুল প্রমুখ ।