শেরপুর জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন এড. আতাহার

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে ও শেরপুর জেলা আইনজীবী সমিতির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা। বুধবার (২৫ জুন) বিকেল ৩টায় জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও ফোরামের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম শেরপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দেশের সর্বস্তরের আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভাটি সঞ্চালনা করেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা দায়রা জজ আদালতের গভার্নমেন্ট প্লিডার (জিপি) এডভোকেট মাহবুবুল আলম রকীব।
ওই সময় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট এম.কে মুরাদুজ্জামান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মোঃ আব্দুল মান্নান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ আনিসুজ্জামান, সদস্য সচিব এডভোকেট হারুন অর রশীদ।
তাঁদের বক্তব্যে আগামী দিনে সংগঠনের কাঠামোকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয় এবং বিচার বিভাগের স্বাধীনতা, পেশাগত দায়িত্ববোধ ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরা হয়।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট আশরাফুন্নাহার রুবি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শেরপুর জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট জাহিদুল হক আধারসহ জেলা আইনজীবী সমিতির বিপুল সংখ্যক সদস্য।
সভার শেষ পর্যায়ে শেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণের সিদ্ধান্তের কথা জানান। তার এই সিদ্ধান্ত সভায় উপস্থিত সকলের সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে গৃহীত হয়।
পরবর্তীতে সংগঠনের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে এডভোকেট ছামিউল ইসলাম আতাহারকে শেরপুর জেলা আইনজীবী সমিতির নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
সভার সমাপ্তি ঘোষণা করার আগে নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট ছামিউল ইসলাম আতাহার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি এই দায়িত্বকে পবিত্র আমানত হিসেবে গ্রহণ করছি। সততা ও নিষ্ঠার সঙ্গে আইনজীবী সমাজের স্বার্থে কাজ করে যেতে চাই।”
সভা শেষে নবনির্বাচিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের প্রতি ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে এক উষ্ণ পরিবেশে সভার পরিসমাপ্তি ঘটে।