নালিতাবাড়ীতে ভোগাই নদী থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

মারুফুর রহমান, শেরপুর॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর থানা ঘাট এলাকা থেকে হুমায়ুন মিয়া (৩৫) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হুমায়ুন মিয়া নকলা উপজেলার ধুকুরিয়া গ্রামের ফুল মাহমুদের ছেলে। এর আগে দুপুরে আড়াইআনী বাজার চেয়ারম্যান বাড়ি ঘাট সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় তার দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি উদ্ধার করে পুলিশ।
পরিবার ও পুলিশ জানায়, গত শনিবার রাতে হুমায়ুন সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। পরদিন রোববার বিকেলে স্ত্রী সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
সোমবার সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় প্রথমে সিএনজিটি দেখতে পান। পরে সন্ধ্যার দিকে সেখান থেকে কিছুটা দূরে ভাটির দিকে নদীতে হুমায়ুনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় যেখানে পাকা রাস্তা হঠাৎ নদীতে গিয়ে শেষ হয়েছে, সেখান থেকে রাতে অসাবধানতাবশত দ্রুতগতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হুমায়ুন নদীতে পড়ে যান। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা।