সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রিতে দুই ব্যবসায়ীকে জরিমানা

রোপা আমন মৌসুমে কৃষকের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে শেরপুরে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আখেরমামুদ বাজারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ এ অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ মেলে বিএডিসি সার ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজের বিরুদ্ধে। তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই বাজারে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে কীটনাশক বিক্রেতা শিশির এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃষি কর্মকর্তারা জানান, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সার সঙ্কটের অজুহাত দেখিয়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করে আসছিল। কৃষকদের স্বার্থে এরই পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু বলেন, “সার বিক্রিতে সরকার নির্ধারিত দামের বাইরে কোনো ধরনের বাড়তি মূল্য নেওয়া যাবে না। কৃষকের স্বার্থ রক্ষায় অভিযোগ পেলেই নিয়মিত এ ধরনের অভিযান চলবে।”