শেরপুর জেলা হাসপাতালে ‘আপু’ সম্বোধনে ক্ষুব্ধ ডাক্তার, রোগী ও অভিভাবককে বের করলেন ডা. মারজিয়া

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 18.09.2025 - 09:23 PM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর: শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে এক রোগীর বাবা ও মেয়ে কক্ষ থেকে বের করার অভিযোগ উঠেছে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মারজিয়া খাতুন-এর বিরুদ্ধে।

শেরপুর, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শেরপুর জেলা সদর হাসপাতালের ২৫০ শয্যার জরুরি বিভাগে এক রোগীর অভিভাবক ‘আপু’ সম্বোধন করায় ডা. মারজিয়া খাতুন ক্ষিপ্ত হয়ে রোগী ও তার বাবাকে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী কাজী মাসুম জানান, তার ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌস মামিয়া প্রচণ্ড পেটব্যথা নিয়ে জরুরি বিভাগে ভর্তি হন। প্রথমে দায়িত্বে থাকা ডা. অনন্যা প্রয়োজনীয় কিছু ওষুধ প্রেসক্রাইব করেন। তবে একটি ওষুধ বাইরে পাওয়া না গেলে কাজী মাসুম প্রায় আধা ঘণ্টা পর পুনরায় কক্ষে আসেন। তখন দায়িত্বে ছিলেন ডা. মারজিয়া খাতুন।

কাজী মাসুম বলেন, তিনি বিনয়ের সঙ্গে ডাকেন ‘আপু’, তখন ডা. মারজিয়া ক্ষিপ্ত হয়ে ধমক দিয়ে বলেন, “আমি মেডিকেল অফিসার, বের হয়ে যান।” এরপর কয়েক দফা ধমক দিয়ে রোগী ও অভিভাবককে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।

বিকেল তিনটার দিকে সাংবাদিকরা ডা. মারজিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কারও সঙ্গে কোনো কথা বলব না।”

হাসপাতালের আরএমও ডা. তাহেরাতুল আশরাফি জানান, “হয়তো ভুলক্রমে এমন হয়েছে। অফিসিয়ালি অভিযোগ করতে হলে শনিবার আসতে হবে। মিউচ্যুয়ালি সমাধান চাইলে সরাসরি কথা বলা যেতে পারে।”

উপস্থিত অন্যান্য রোগী ও স্বজনরা অভিযোগ করেছেন, শুধু ডা. মারজিয়াই নয়, জরুরি বিভাগে অনেক চিকিৎসকই প্রায়ই রোগী ও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

Share icon