শেরপুরে তরুণদের নিয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার
রবি, 21.09.2025 - 06:40 PM
Share icon
Image

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”– এই স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানের আগে স্কুল প্রাঙ্গণের পুকুরে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্রীড়া পরিদপ্তরের ২০২৫-২৬ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৫ শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শাকিল আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-পরিচালক শাকিল আহমেদ বলেন, “প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশে আত্মরক্ষার অন্যতম উপায় হলো সাঁতার শেখা। জীবন নিরাপদ রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে সাঁতারের বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের তরুণরা শুধু সাঁতারেই দক্ষ হবে না, বরং আত্মরক্ষার জন্যও প্রস্তুত হবে। ভবিষ্যতে যে কোনো দুর্ঘটনা বা জলাশয় সংক্রান্ত বিপদে এটি তাদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনজুরুল ইসলাম, ক্রীড়া সংস্থার সদস্য ও সাংবাদিক রফিক মজিদ এবং সাঁতার প্রশিক্ষক সানোয়ার জাহান পপলিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সংস্থার স্টাফ ও ক্রীড়া সংগঠক মোঃ জিন্নাত আলী।

প্রশিক্ষণ উদ্বোধনের আগে ৫০ জন তরুণ-তরুণীর মধ্যে ৩০ জনকে বাছাই করা হয়। আগামী ৩০ দিন প্রতিদিন সকালে তারা সাঁতারে প্রশিক্ষণ নেবে। জেলা ক্রীড়া সংস্থা জানিয়েছে, প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য সেরা প্রতিভা বানদের নির্বাচিত করে বিভাগীয় দলে পাঠানো হবে।

Share icon