শেরপুরে শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার
বুধ, 24.09.2025 - 09:42 PM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর:

শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ হিসেবে শেরপুর সদর উপজেলার গৌরীপুর এলাকায় মঙ্গলবার দুপুরে (২৪ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প” এর আওতায় জেলা প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন নেতৃত্ব দেন। তিনি জানান, “শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী এ অভিযান চালানো হয়েছে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।”

অভিযানে ৬ জন ট্রাক ও বাস চালককে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ১২টি অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর শেরপুরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, “শব্দদূষণ কমাতে জনসচেতনতার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। তাই এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।”

অভিযানে শেরপুর পুলিশ লাইন্সের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Share icon