গ্রামীণ শিশুদের পড়াশোনায় উৎসাহ: শেরপুরে শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স–মামপট উপহার

স্টাফ রিপোর্টার
বৃহস্পতি, 25.09.2025 - 09:05 PM
Share icon
Image

নিজস্ব সংবাদদাতা, শেরপুর: ২৫ সেপ্টেম্বর ২০২৫।।

কারো হাতে নতুন টিফিন বক্স, কারো হাতে মামপট—খুশিতে ঝলমল শিশুদের মুখ। উপহার হাতে নিয়ে আরও উৎসাহে পড়াশোনার প্রত্যয় যেন স্পষ্ট তাদের চোখেমুখে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ১৮ নং বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ-এর পক্ষ থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে এসব উপহার বিতরণে এমন দৃশ্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, বাজিতখিলা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে প্রাথমিক শিক্ষার মান এখনো পিছিয়ে। অনেক পরিবার এখনো সন্তানদের শিক্ষার প্রতি তেমন গুরুত্ব দেয় না। এসব শিশুদের বিদ্যালয়মুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তৃতীয় শ্রেণির এক ছাত্র আনন্দের সাথে জানায়, “প্রথমবার কেউ আমাদের টিফিন বক্স উপহার দিলেন। খুব ভালো লাগছে।” দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী বলে, “এখন থেকে আমরা মামপটে পানি নিয়ে স্কুলে আসবো, ভালোকরে পড়াশোনা করবো।”

উপহার পেয়ে আনন্দিত অভিভাবকরাও জানান, গ্রামের বহু পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল। এ ধরনের উদ্যোগ তাদের সন্তানদের মাঝে নতুন করে উৎসাহ জাগাচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মস্তুয়ারা বেগম বলেন, “এই সহযোগিতা শিক্ষার্থীদের মধ্যে যে আনন্দ সৃষ্টি করেছে, তাতে আমরাও আনন্দিত।”

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে নিজের উদ্যোগের কথা জানিয়ে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ বলেন, “প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের স্কুলজীবন শুরু হয়। শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত আকারে বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও জানান, বাজিতখিলা ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। ১৮ নং বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে পর্যাপ্ত খেলাধুলার সরঞ্জাম না থাকায় শিগগিরই ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে শিশুদের খেলাধুলায় উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ. সামাদ, শেরপুর সদর উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, বাজিতখিলা ইউনিয়ন তাতীদলের আহ্বায়ক নুকুনুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, বাজিতখিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম, জেলা যুবদলের নেতা আলেক মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

Share icon