হোটেল শাহজাহানের প্রতিষ্ঠাতা ব্যবসায়ী শাহজাহান মিয়া আর নেই

স্টাফ রিপোর্টার
শনি, 27.09.2025 - 06:07 PM
Share icon
Image

শেরপুর│২৭ সেপ্টেম্বর ২০২৫

শেরপুরের ঐতিহ্যবাহী হোটেল শাহজাহানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. শাহজাহান মিয়া (৭৭) আর নেই। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন তিনি। স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। যৌবনকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে শেরপুর এসে তিনি ব্যবসা শুরু করেন এবং নিউমার্কেট এলাকায় প্রতিষ্ঠা করেন মানসম্পন্ন খাবারের জন্য খ্যাত ‘হোটেল শাহজাহান’। দ্রুতই এটি জেলার সীমানা ছাড়িয়ে দেশজুড়ে সুনাম কুড়ায় এবং আজও সমানভাবে ব্যবসা করছে।

বড় ছেলে মো. মনিরুজ্জামান মানিক জানান, আজ শনিবার বাদ আছর শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে চাপাতলি পৌর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

তাঁর মৃত্যুতে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নিউমার্কেট ব্যবসায়ী সমিতি, জেলা হোটেল-রেস্তোরা মালিক সমিতি ও শেরপুর আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুল গভীর শোক প্রকাশ করেছে।

Share icon