জমি বিক্রিতে বাধা ও চাঁদা দাবির অভিযোগে শেরপুরে সংবাদ সম্মেলন

শেরপুর প্রতিনিধি
বৃহস্পতি, 16.10.2025 - 04:57 PM
Share icon
Image

শেরপুর | ১৬ অক্টোবর ২০২৫

শেরপুর সদর উপজেলার কুসুমহাটি এলাকার বাসিন্দা মোঃ আবুল হোসেন তার জমি বিক্রিতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ তুলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে শেরপুর শহরের নিউমার্কেটস্থ তথ্যধারা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে আবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি তার জমিজমা সংক্রান্ত বিষয়ে নানা প্রতিবন্ধকতা তৈরি করে আসছে। সম্প্রতি জমি বিক্রির উদ্যোগ নিলে তারা চাঁদা দাবি করেন এবং তা না দিলে জমি বিক্রি করা যাবে না বলে জানানো হয়েছে। বিষয়টি গত ১২ অক্টোবর শেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং: ৭০৩) হিসেবে দাখিল করা হয়।

তিনি আরও জানান, এর ফলে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং সাধারণ মানুষের ওপর অন্যায় আচরণ সহ্য করা যায় না বলে উল্লেখ করে বিষয়টির দ্রুত ও সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Share icon