শ্রীবরদীতে ভারতীয় চোরাই গরুর রমরমা ব্যবসা, প্রশাসনের নজরদারি দাবি স্থানীয়দের

শ্রীবরদী প্রতিনিধি
বুধ, 22.10.2025 - 12:45 PM
Share icon
Image

শেরপুর (শ্রীবরদী) প্রতিনিধি| ২১ অক্টোবর ২০২৫
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলায় চলছে ভারতীয় চোরাই গরুর অবৈধ ব্যবসা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রানিশিমুল ইউনিয়নের বালিজুরি এলাকার মো. সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় গরু এনে বিক্রি করে আসছেন।

অবৈধ ব্যবসায়ী সাইফুল ইসলাম বালিজুরি গ্রামের মো. তৈয়ব আলীর ছেলে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের উদাসীনতা ও নিয়মিত নজরদারির অভাবে এ ব্যবসা দীর্ঘদিন ধরেই চলছে। ফলে সীমান্ত এলাকায় ভারতীয় গরুর পাচার এখন প্রকাশ্য রূপ নিয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে স্থানীয় কয়েকজন সাংবাদিক সরেজমিনে সীমান্ত এলাকায় গেলে দেখা যায়, সাইফুল ইসলাম ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকা থেকে তিনটি বকনা গরু নিয়ে আসছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত গরুগুলো নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে তাওয়াকুচা বিজিবি ক্যাম্প কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় মাঝে মধ্যেই কিছু চোরাচালানকারী ভারতীয় গরু ও অন্যান্য পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করে। আমাদের টহল কার্যক্রম নিয়মিত চলছে, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।”

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল খালেক বলেন, “প্রায় প্রতিদিনই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসে। প্রশাসনের নিয়মিত অভিযান না থাকায় চোরাকারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠছে।”
আরেক স্থানীয় যুবক মো. শফিকুল ইসলাম বলেন, “বছরের পর বছর ধরে এ ব্যবসা চলছে। মাঝে মধ্যে অভিযান হয়, কিন্তু দু’দিন পরই আবার আগের মতো শুরু হয়। এতে এলাকার তরুণরা সহজ উপার্জনের লোভে চোরাচালানে জড়িয়ে পড়ছে।”

স্থানীয়দের দাবি, দ্রুত সীমান্ত এলাকায় প্রশাসনের নজরদারি ও অভিযান বাড়ানো না হলে এ অবৈধ ব্যবসা আরও বিস্তার লাভ করবে।

Share icon