শেরপুরে প্রকাশ্যে শ্রমিকদের জিম্মি করে ২ লাখ টাকা ছিনতাই, একজন গ্রেফতার
নালিতাবাড়ি প্রতিনিধি, শেরপুর | ২৫ অক্টোবর ২০২৫
শেরপুরের নালিতাবাড়ীতে প্রকাশ্যে শ্রমিকদের জিম্মি করে প্রায় দুই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুর রহিম ওরফে হাম্বুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার নন্নী পশ্চিমপাড়া মাঠখোলা এলাকায় এ ঘটনাটি ঘটে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজমিস্ত্রী সাগর আলী দেশের বিভিন্ন স্থানে কাজের জন্য শ্রমিকদের নিয়ে শেরপুর থেকে দুটি সিএনজি রিজার্ভ করে নালিতাবাড়ীর সমশ্চুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পথিমধ্যে স্থানীয় চার যুবক—আব্দুর রহিম ওরফে হাম্বুল, হেলাল উদ্দিন, রবিউল ইসলাম ও সোহেল—দেশীয় অস্ত্রের মুখে সিএনজি থামিয়ে শ্রমিকদের জিম্মি করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই সময় শ্রমিকদের কাছে থাকা ১ লাখ ৯০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা এবং প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগীরা পরে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুর রহিম ওরফে হাম্বুলকে গ্রেফতার করে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, “ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অন্যান্য আসামিদের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।”
