রাত পোহালেই শেরপুর জেলা হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন
স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামীকাল ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শহরের মাধবপুর রোডস্থ শ্রমিক ইউনিয়নের কার্যালয় এবং আশপাশের এলাকায় প্রার্থীদের রঙিন ব্যানার ছড়িয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ২০০৪ সালে প্রতিষ্ঠিত (রেজি: নং-ঢাকা ৪৬৭২) এই ইউনিয়ন প্রতি তিন বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা ও কোষাধক্ষ মোঃ সাইফুল ইসলাম বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে যে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, তা প্রশংসনীয়। আশা করি, নতুন নির্বাচিত কার্যকরী পরিষদ শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও স্বচ্ছভাবে পরিচালনা করবে।”
নির্বাচন কমিশনার এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল জানান, নির্বাচন আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১১ সদস্যের কার্যকরী পরিষদের মধ্যে ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন নিশ্চিত হয়েছে। এগুলি হলো সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক এবং কার্যকরী সদস্য।
অন্য ৭টি পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণরূপে নেওয়া হয়েছে। মোটরযান শ্রমিকদের ৬৫৭ জন ভোটারের মাধ্যমে আগামী কার্যকরী পরিষদ গঠন করা হবে।
নির্বাচনের মাধ্যমে আশা করা হচ্ছে নতুন নেতৃত্ব সংগঠনকে আরও দৃঢ় ও স্বচ্ছতার দিকে নিয়ে যাবে। এই নির্বাচন শ্রমিকদের স্বার্থ, একতা এবং সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
