শেরপুরে শ্রমিক ইউনিয়ন নির্বাচন শেষ, নতুন নেতৃত্বের ফলাফলের অপেক্ষা

স্টাফ রিপোর্টার
শনি, 06.12.2025 - 04:45 PM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর: শেরপুর জেলা হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলেছে বিরতিহীনভাবে। ভোটকেন্দ্র এবং আশপাশের এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ, আর শ্রমিকদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।

২০০৪ সালে প্রতিষ্ঠিত এই ইউনিয়ন প্রতি তিন বছর অন্তর নির্বাচন আয়োজন করে। এবারের নির্বাচনে ১১ সদস্যের কার্যকরী পরিষদের মধ্যে চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে—সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক এবং কার্যকরী সদস্য। বাকি সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৪ জন প্রার্থী।

নির্বাচন কমিশনার এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল বাংলাদেশ প্রতিদিনকে জানান, “নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।”

সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম বলেন, “শ্রমিকদের অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। আশা করছি নতুন কার্যকরী পরিষদ শ্রমিকদের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ভোটারের মধ্য থেকে এক জন শ্রমিক, আনোয়ার হোসেন, জানান, “আজকের ভোটগ্রহণে অংশ নিয়ে সত্যিই আনন্দিত। আমরা চাই নতুন নেতৃত্ব আমাদের স্বার্থ রক্ষা করবে এবং সংগঠনের উন্নয়নে মনোযোগী হবে। ভোটের উৎসবমুখর পরিবেশ দেখে মনে হলো, আমাদের ঐক্য শক্তিশালী।”

মোট ৬৮৮ জন ভোটারের মধ্যে ৬০৭ জন শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করেন। সংশ্লিষ্টরা আশা করছেন, নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের স্বচ্ছতা, ঐক্য এবং জবাবদিহিতা আরও দৃঢ় করবে।

শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এই নির্বাচন শ্রমিকদের গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করেছে। বিপুল ভোটার উপস্থিতি এবং উৎসবমুখর অংশগ্রহণ প্রমাণ করেছে, সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে শ্রমিকরা কতটা সচেতন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কার্যকরী পরিষদ শ্রমিক কল্যাণ, স্বচ্ছতা এবং সংগঠনের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share icon