শ্রীবরদীতে অবৈধ সার পাচার চক্রের ভ্যানচালক জনতার হাতে আটক

স্টাফ রিপোর্টার
শুক্র, 05.12.2025 - 06:21 PM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলায় ১৫ বস্তা সার অবৈধভাবে পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জে পাচারের অভিযোগে এক ভ্যানচালককে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার ভায়াডাংগা বাজার এলাকায় ওই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যানচালক শফিককে ‘মেঘনা অ্যান্ড বিনা ট্রেডার্স’-এর মালিক বিল্লাল হোসেন ভাড়া করেছিলেন বকশিগঞ্জের কামালপট্টী গ্রামের মোশাররফ হোসেনের কাছে সার পৌঁছে দেওয়ার জন্য। সাধারণত এই ধরনের লেনদেন আড়ালে করা হলেও, ভ্যানচালকের সঙ্গে থাকা সার বাজার পার হওয়ার সময় স্থানীয় কৃষকদের নজরে আসে।

কৃষক হেলাল মিয়া অভিযোগ করে বলেন,"সার সংকটের কারণে আমরা আমাদের ফসল সময়মতো চাষ করতে পারছি না। কিছু অসাধু ব্যবসায়ী অন্য জেলায় সার পাচার করে কৃত্রিম সংকট তৈরি করছে। প্রশাসন যেন দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেন।"

আরেক কৃষক নাদের মিয়া জানান," শ্রীবরদী থেকে সার পাচার করে অন্য এলাকায় পাঠানো হচ্ছে। এর ফলে প্রকৃত কৃষকরা প্রয়োজনীয় সার সময়মতো পাচ্ছে না। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।"

স্থানীয় বাসিন্দা মুক্তা বলেন, "সার পাচারের কারণে আমাদের ফসল চাষের কাজ ব্যাহত হচ্ছে। এটি কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ। অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।"

স্থানীয়দের অভিযোগ, রানীশিমুল ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার হাকিম মিয়া এই অবৈধ সার ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন। এ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান আকন্দ বলেন, "সারগুলো জব্দ করা হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, "অবৈধ সার মজুত ও পাচারের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

স্থানীয় কৃষক ও প্রশাসনের সক্রিয় পদক্ষেপে আশা করা যাচ্ছে, শ্রীবরদীতে অবৈধ সার পাচারের ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

Share icon