শেরপুরে আন্তর্জাতিক সম্প্রীতি সংলাপ: ‘রাজনীতি হোক সহনশীলতার, সংঘাত নয়’-সদস্য সচিব পলাশ

স্টাফ রিপোর্টার
বুধ, 10.12.2025 - 09:20 PM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর: ১০ ডিসেম্বর ২০২৬

“প্রতিদ্বন্দ্বিতা থাকবে, মতপার্থক্য থাকবে; কিন্তু শিষ্টাচার হারালে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। রাজনীতি শত্রুতার নয়- সহযোগিতা ও সৌহার্দ্যের ভিত্তিতেই টিকে থাকে।” তিনি আরও বলেন,

“হিংসা-উত্তেজনা নয়, গণসংযোগ, উন্নয়ন ভাবনা এবং মানুষের কাছে ইতিবাচক বার্তা-এসবের মাধ্যমে নির্বাচনী প্রতিযোগিতা হওয়া উচিত। তবেই একটি পরিণত ও নিরাপদ নির্বাচন সম্ভব। সংলাপের কেন্দ্রীয় বার্তা ও সভার সভাপতি এবং শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ সভায় এসব কথা বলেন।

ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের মাল্টিপারপাস এডভোকেসি ফোরামের উদ্যোগে শেরপুর জেলা শহরের নিউ আলীশান হোটেলের সম্মেলন কক্ষে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সম্প্রীতি সংলাপ। নির্বাচনী সময়কে সামনে রেখে রাজনৈতিক সহনশীলতা, পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং ইতিবাচক গণতান্ত্রিক আচরণ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন অংশগ্রহণকারী রাজনৈতিক নেতারা।

বক্তারা মনে করেন -রাজনৈতিক সংস্কৃতিকে উন্নত করতে হলে নেতাদের আচরণেই আগে পরিবর্তন আনতে হবে।

Image

সভায় শেরপুরের তিনটি আসনের দলীয় মনোনীত প্রার্থীরাও তাদের বক্তব্য তুলে ধরেন। শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী ডা. মাহমুদুল হক রুবেল বলেন,“শেরপুরের উন্নয়ন আরও এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের লক্ষ্য।”

শেরপুর-১ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মো. রাশেদুল ইসলাম বলেন,“রাজনৈতিক প্রতিযোগিতা কখনোই বৈরিতায় রূপ নেওয়া উচিত নয়। জনগণের কল্যাণই হোক প্রতিটি দলের প্রতিশ্রুতির মূল ভিত্তি।”

শেরপুর-২ আসনের এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন,“সহনশীলতার অভাবই রাজনীতিকে সংকটে ঠেলে দেয়। তরুণদের জন্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি আমাদের অগ্রাধিকার হবে।”

Image

সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপম। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, এবং সাবেক ছাত্রদল সভাপতি শওকত হোসেনসহ রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা।

এডভোকেসি সংলাপে বক্তারা সর্বসম্মতভাবে মত দেন-“রাজনীতিতে মতভেদ থাকলেও সহনশীলতা ও সৌহার্দ্য টিকিয়ে রাখতে পারলেই গণতন্ত্র শক্তিশালী হয়।”

শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় আলোচনাটি জেলায় ইতিবাচক বার্তা হিসেবে প্রতিফলিত হয়েছে।

Share icon