শেরপুরে বাউল গানের অনুষ্ঠানে ভাঙচুর: অতিথি নির্ধারণে দ্বিমত, এলাকায় উত্তেজনা

স্টাফ রিপোর্টার
শুক্র, 12.12.2025 - 11:50 AM
Share icon
Image

শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণই ভরুয়া পাড়ায় শামিম ড্রাইভারের বাড়ির সামনে চলমান বাউল গানের অনুষ্ঠানে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। হঠাৎ এ হামলায় উপস্থিত দর্শকরা হতভম্ব হয়ে পড়েন এবং এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার পর স্থানীয়রা ও আয়োজক কমিটির সদস্যরা দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আয়োজক শামিম জানান, বিষয়টি সদর থানার পুলিশকে অবহিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে অতিথি নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মতবিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Share icon