শেরপুর নিউমার্কেট: ভাড়া পুনর্নির্ধারণে প্রশাসক - দোকান মালিক বৈঠক

স্টাফ রিপোর্টার
রবি, 28.12.2025 - 09:07 PM
Share icon
Image

শেরপুর পৌরসভার নিউমার্কেটের বরাদ্দকৃত দোকান ভাড়া পূর্বের পৌর প্রশাসক নির্ধারণ করলেও তা পুনর্নির্ধারণের বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে রবিবার (২৮ ডিসেম্বর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে রবিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিউমার্কেটের সকল দোকান অর্ধদিবস বন্ধ রাখা হয়। ঐ সময় নিউমার্কেটের ১৮০টি দোকানের মালিক ও মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ শেরপুর পৌরসভার প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

রবিবার দুপুর সাড়ে ৩টায় অনুষ্ঠিত সভায় শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এমদাদুল হক হীরা, সাধারণ সম্পাদক এম এ রশিদ মাসুদ, এসআর মার্কেটের প্রতিনিধি আবু সামা এবং সংশ্লিষ্ট দোকান মালিকরা উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি বাস্তবতা ও ব্যবসাবান্ধব দৃষ্টিকোণ থেকে বিবেচনার দাবি জানানো হয়। তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতি ও ক্রেতা সংকটের কারণে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি হলে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।

নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এমদাদুল হক হীরা বলেন, “দোকান ভাড়া বৃদ্ধি আগেই নির্ধারণ করা হয়েছে -তা আমরা অবগত। তবে ব্যবসায়ীদের সক্ষমতা, বাস্তবতা ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হলে সেটিই হবে সবার জন্য গ্রহণযোগ্য ও ইতিবাচক। অন্যথায় আমাদের দাবি উপেক্ষিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় পরবর্তী কর্মসূচি গ্রহণ করতে আমরা বাধ্য হব।”

সমিতির সাধারণ সম্পাদক এম এ রশিদ মাসুদ বলেন, “এই মতবিনিময় সভা একটি ইতিবাচক উদ্যোগ। আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো গেলে ব্যবসায়ীরা স্বস্তি পাবে। পূর্ববর্তী বছরগুলোর তুলনায় অতিরিক্ত ভাড়া দেওয়ার সক্ষমতা বর্তমানে দোকান মালিকদের নেই -এ বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে নতুনভাবে ভাড়া নির্ধারণের দাবি জানানো হয়েছে।”

শেরপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা বলেন,“পৌরসভার রাজস্ব ব্যবস্থাপনার স্বার্থে দোকান ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে আজকের মতবিনিময় সভার মূল উদ্দেশ্যই ছিল ব্যবসায়ীদের মতামত জানা। ব্যবসায়ীদের সকল দিক বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আগামী মাস থেকে নতুনভাবে ভাড়া নির্ধারণ করে তা জানিয়ে দেওয়া হবে।”

মতবিনিময় সভা শেষে প্রশাসনের আশ্বাসে বিকেল ৫টার দিকে ব্যবসায়ীরা তাদের দোকান পুনরায় খুলে দেন।

Share icon