শেরপুর শহর বিএনপির ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা: আহ্বায়ক অ্যাড. আব্দুল মান্নান, সদস্য সচিব জাফর আলী

স্টাফ রিপোর্টার
সোম, 28.07.2025 - 02:03 AM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর শহর শাখার ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) দুপুরে শহরের খরমপুরস্থ হোটেল নির্ঝর কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান (পিপি) কে আহ্বায়ক, অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীবকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মো. জাফর আলীকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন, আলহাজ অ্যাড. খন্দকার মাহবুবুল আলম রকীব, মো. রেজাউল করিম রুমি, মো. হাসানুর রেজা জিয়া, মো. নিজাম উদ্দিন (সাবেক কাউন্সিলর), মো. উমর ফারুক রাহাত, মো. আমিনুল ইসলাম, মো. সাইফুল ইসলাম মিঠু, মো. সাদেক মিয়া, মো. ফখরুল ইসলাম, মো. রবিউল আলম সজিব।

কমিটিতে আরও সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন, ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, আলহাজ মো. সাইফুল ইসলাম স্বপন, মো. মোশারফ হোসেন, মো. রমজান আলী, মো. আমজাদ হোসেন বাবু, মো. দেলোয়ার হোসেন মিন্টু, মো. আব্দুল্লাহ মিয়া, মো. সোহেল মিয়া, মো. ইদ্রিস আলী ফাহী, মো. জাহাঙ্গীর চৌধুরী, মো. মোকাদ্দেছ আলী, মো. আব্দুস সাত্তার (সাবেক কাউন্সিলর), আলহাজ মো. আমিনুল ইসলাম আমিনসহ অনেকেই ।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, “দীর্ঘ সময় পর গঠিত এই কমিটি নতুন প্রাণশক্তি নিয়ে শেরপুর শহর বিএনপিকে আন্দোলন- সংগ্রামে সুসংগঠিত করবে বলে আমরা আশাবাদী। তৃণমূলের মতামতের ভিত্তিতে এই কমিটি করা হয়েছে।”

জেলা বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ বলেন, “দেশে যখন গণতন্ত্র বিপন্ন, ঠিক তখনি বিএনপি সাংগঠনিক শক্তি দিয়ে জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য প্রস্তুত হচ্ছে। শহর বিএনপির এই কমিটি আন্দোলনের শক্ত ভিত্তি গড়বে।”

নবনিযুক্ত আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান (পিপি) বলেন, “আমরা শহর বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করব। কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য আমরা মাঠে থাকব।”

সদস্য সচিব মো. জাফর আলী বলেন, “এই কমিটি শহর বিএনপিকে গতিশীল ও তরুণ নেতৃত্বের মাধ্যমে সংগঠিত করবে। আমরা আগামী নির্বাচনের প্রস্তুতি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকব।”

কমিটি ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবলের সাধারন সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাহারুল ইসলাম আতা, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মো. সাইফুল ইসলাম স্বপন, থানা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ প্রমুখ।

Share icon