ইউপি সদস্য কল্যাণ সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি শেরপুরের আব্দুল্লাহ

আমিরুল ইসলাম (নালিতাবাড়ী) শেরপুর: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়নের ইউপি সদস্য ও বিএনপির স্থানীয় নেতা মো. আব্দুল্লাহ।
জানা গেছে, সম্প্রতি ঢাকার ফকিরাপুলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে শেরপুর জেলা থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে আব্দুল্লাহ মেম্বার স্থান পান। সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হাশেম চৌধুরী তাঁর নাম অনুমোদন করেন।
নব-নির্বাচিত সহ-সভাপতি আব্দুল্লাহ মেম্বার এক প্রতিক্রিয়ায় বলেন, “আমি কেন্দ্রীয় কমিটির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় গর্বিত। ইউনিয়ন পরিষদ সদস্যদের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করতে চাই। এ লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
স্থানীয় বিএনপির পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।