শেরপুরে বিডিইআরএম জেলা শাখার নতুন ১৭ সদস্য কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
সোম, 08.09.2025 - 11:12 PM
Share icon
Image

মারুফুর রহমান, শেরপুর :

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) -এর শেরপুর জেলা শাখার নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৮ টায় শহরের নাগপাড়া মহল্লার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি উত্তম কুমার ভক্ত। তিনি তার বক্তব্যে বলেন, “বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলনকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাজের মূল স্রোতের বাইরে পড়ে থাকা মানুষদের পাশে দাঁড়াতে তরুণ প্রজন্মকে আরও সাহসী ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরো বলেন, “দলিত জনগোষ্ঠীর অধিকার রক্ষা করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক কর্তব্য। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বৈষম্য নয়—আমরা চাই সমান সুযোগ। ‘মানবাধিকার সবার জন্য’—এটিই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার। আসুন, বৈষম্যহীন সুন্দর সমাজ গড়ে তুলতে আমাদের সংগঠনের কার্যক্রমগুলো ঐক্যবদ্ধভাবে সফল করি।”

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সুভাষ চন্দ্র বিশ্বাস। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাপস বিশ্বাস ও লাবনী হরিজন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিদ্বান বিশ্বাস। এছাড়া সহ-সাধারণ সম্পাদক সঞ্জীব সরকার ভুট্টো ঋষি, কোষাধ্যক্ষ মুক্তি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বাপ্পি বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাণী ঋষি, তথ্য ও গবেষণা সম্পাদক কাঞ্চন ঋষি, আইন বিষয়ক সম্পাদক রাজন চন্দ্র দাস, নারী বিষয়ক সম্পাদক মুক্তা হরিজন এবং সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন নন্দিতা বিশ্বাস তমা।

Image

কার্যকরী সদস্যরা হলেন উত্তম রবিদাস, সম্প্রীতা রাণী রবিদাস, সুফিয়া রবিদাস ও বিজয় রবিদাস। এই কমিটির মেয়াদ দুই বছর পর্যন্ত বহাল থাকবে।

আলোচনা সভায় নারী বিষয়ক সম্পাদক মুক্তা হরিজন বলেন, “নারীদের সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে হলে সংগঠনের প্রতিটি স্তরে নারীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

সভায় অন্যান্য বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রামে শেরপুরে কার্যকর ভূমিকা রাখবে।

Share icon