শেরপুরে পলিথিন বিরোধী অভিযানে জরিমানা ও ৩০কেজি পলিথিন জব্দ

মারুফুর রহমান, শেরপুরঃ
শেরপুর সদর উপজেলার খোয়ারপাড় বাজারে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রির দায়ে তিন দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ আগস্ট) দুপুরে পরিচালিত এ অভিযানে ৩০ কেজির বেশি পলিথিন জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফ উদ্দিন। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। সহায়তা করেন পুলিশ লাইন্সের সদস্যরা।
অভিযানে হারুন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ১৩.৯০ কেজি পলিথিন জব্দ, ডালিম স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা ও ৯.৫০ কেজি পলিথিন জব্দ, এবং মোকাদ্দেস স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা ও ৭ কেজি পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।