শেরপুরে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের পরিচিত সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
রবি, 17.08.2025 - 03:59 PM
Share icon
Image

স্টাফ রিপোর্টার॥
বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের নতুন কমিটির পরিচিতি উপলক্ষে শেরপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) রাতে গৌরীপুর মৃত্তিবাড়ি মাঠে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী সুফিয়া ও যাত্রা নায়িকা-গায়িকা আশা, নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী পাখি। এতে শেরপুর জেলার পাঁচটি উপজেলার পাশাপাশি জামালপুরের বকশীগঞ্জ ও ইসলামপুর থেকে আগত প্রায় তিন শতাধিক শিল্পী ও কলাকুশলী অংশগ্রহণ করেন।

এর আগে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের শেরপুর জেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক আলোচনা সভা সংগঠনের খোয়ারপাড়স্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ জাহিদুল ইসলাম জাহিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইনাল হক। সভায় কার্যনির্বাহী কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।

Image

উল্লেখ্য, নতুন কার্যনির্বাহী কমিটি ২৯ সদস্য বিশিষ্ট এবং সাধারণ সদস্যসহ সংগঠনের মোট সদস্য সংখ্যা ১১১ জন।

Share icon