শেরপুরে ৭ বছরের শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে মামলা, অভিযুক্ত পলাতক

শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণই ভরুয়া পাড়া গ্রামে ৭ বছরের এক শিশুকে ধ-র্ষ-ণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলায় অভিযুক্ত হয়েছেন একই গ্রামের সৈয়দ আলী ওরফে চিকু মিয়া (৬৫)।
পরিবারের অভিযোগ, গত ২৬ আগস্ট সকালে শিশুটি বাড়ি থেকে বের হলে প্রতিবেশী চিকু মিয়া কৌশলে তাকে নিজের ঘরে নিয়ে অনভিপ্রেত আচরণ করে। কান্নাজড়িত অবস্থায় স্কুলে গিয়ে শিশুটি শিক্ষককে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। পরে শারীরিক অসুস্থ অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর ভাই মেহেদী হাসান বৃহস্পতিবার (২৮ আগস্ট) থানায় লিখিত অভিযোগ দায়ের করে বলেন, “আমরা নিরাপত্তাহীনতায় আছি। বোনের প্রতি এমন অমানবিক আচরণের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
শেরপুর জেলা হাসপাতালের আরএমও ডা. আরিফ জানান, প্রাথমিক পরীক্ষায় নির্যাতনের আলামত পাওয়া গেছে, মেডিকেল রিপোর্ট শেষে বিস্তারিত জানা যাবে।
তবে অভিযুক্তের ছেলে দানু মিয়া অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র দাবি করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম বলেন, “অভিযোগ গ্রহণ করা হয়েছে। সরজমিনে গিয়েছি। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে আটক করা যায়নি।”
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সচেতন মহল দ্রুত দোষীর শাস্তি ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।