৬০ লাখ টাকা না দিলে ঘরে উঠতে দেবে না”—শেরপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অভিযোগ

শেরপুরে নিজের বসতভিটায় উঠতে না পারার অভিযোগ তুলেছেন আহনাফ শাকিল প্রিন্স নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তিনি দাবি করেছেন, তাঁর চাচা মোহাম্মদ দেলোয়ার রহমান দুলাল স্থানীয় বিএনপির প্রভাবশালী এক নেতার মদদে তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং বসতবাড়ি ফেরত পেতে ৬০ লাখ টাকা চাঁদা দাবি করছেন। রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে শেরপুর শহরের সজবরখিলা এলাকায় শেফালী স্টিল হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।
আহনাফ শাকিল প্রিন্স লিখিত বক্তব্যে জানান, তিনি উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী। তাঁর পিতা-মাতা দুজনেই মারা গেছেন। পড়াশোনার কারণে ঢাকায় অবস্থানকালীন গত বছরের ৫ আগস্ট তাঁর চাচা দেলোয়ার রহমান দুলাল বসতবাড়ি থেকে মালামাল লুট করেন। পরে আদালতে মামলা করলে পিবিআই কিছু মালামাল উদ্ধার করে। কিন্তু পরবর্তীতে একই চাচা পুনরায় ভাঙচুর ও লুটপাট চালায়।
তিনি আরও জানান, পুলিশ ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত দেলোয়ার রহমানকে জেল হাজতে প্রেরণ করে। তবে জামিনে বের হয়ে গত ৬ মে গভীর রাতে স্থানীয় বিএনপি নেতার ছত্রছায়ায় সন্ত্রাসীদের নিয়ে তাঁকে বসতঘর থেকে বের করে দেয়। ওই সময় তারা বলেন এলাকায় থাকতে হলে ৬০ লাখ টাকা দিতে হবে, নইলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়।
আহনাফ শাকিল প্রিন্স অভিযোগ করেন, বিএনপির প্রভাবশালী নেতার প্রভাবে তাঁর দাখিল করা চাঁদাবাজির অভিযোগও থানা পুলিশ আমলে নিচ্ছে না। তিনি বলেন, “বর্তমানে আমি মানবেতর জীবনযাপন করছি। কখনও বন্ধু, কখনও হোটেল বা আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান করছি। আমি চাই সরকার ও প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে আমাকে আমার ঘরে ফিরিয়ে দিক।”
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন তিনি স্বাভাবিক জীবনযাপন করতে নিজের ঘরে নিরাপদে উঠতে পারেন।