মেঘালয়ে গণপিটুনিতে নিহত শেরপুরের আকরাম

স্টাফ রিপোর্টার
বুধ, 13.08.2025 - 02:03 PM
Share icon

(সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগ, হাসপাতালে মৃত্যু)

মারুফুর রহমান, শেরপুর: ভারতের মেঘালয়ে স্থানীয়দের গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের বাসিন্দা আকরাম (৩৫)। সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টার অভিযোগে সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার কৈথা কোণা গ্রামে তাকে আটক করে গ্রামবাসীরা। পরে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া মঙ্গলবার (১২ আগস্ট) খাসি হিলস জেলা পুলিশের বরাতে জানিয়েছে, পুলিশ আহত আকরামকে মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেঘালয়ের খাসি হিলস জেলার পুলিশ সুপার বানরাপ জিরওয়া বলেন, গ্রামবাসীরা আহত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী বন্যা জানান, “আমরা ঘটনাটি শুনেছি। এখন কাগজপত্র নিয়ে বিজিবির কাছে যাচ্ছি স্বামীর ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য।”

কাংশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মুসা সরদার বলেন, নিহত আকরাম আমার বাড়ির পাশের বাসিন্দা। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার পরিবার।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আল আমিন বলেন, “বিষয়টি প্রাথমিকভাবে জেনেছি। পুরো ঘটনা জেনে বিস্তারিত জানানো হবে।”

Share icon