জামিনে মুক্তির পরপরই ফের আটক আ.লীগ নেতা চন্দন

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 09.09.2025 - 09:16 PM
Share icon
Image

জামিনে মুক্তি পেয়েও কারাগারের গেট থেকে আবারও আটক হলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল (৭০)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা কারাগার থেকে বের হওয়ার সময় সদর থানা ও ডিবি পুলিশ তাকে আটক করে।

সূত্র জানায়, গত বছরের ১৬ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন চন্দন কুমার পাল। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তী সময়ে আরও কয়েকটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

সেসব মামলায় নিম্ন আদালত জামিন না দিলেও ধাপে ধাপে উচ্চ আদালত থেকে তিনি মুক্তির আদেশ পান। সর্বশেষ মঙ্গলবার বিকেলে একটি মামলায় জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তিনি মুক্তি পান। কিন্তু কারাগারের গেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আবারও আটক হন।

সেই সময় কারাগারের বাইরে তার ছোট ভাই মানবাধিকারকর্মী অ্যাডভোকেট শক্তিপদ পাল ও পরিবারের সদস্যরা অপেক্ষা করছিলেন।

এ বিষয়ে জেলা ডিবির পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান বলেন, “তাকে সদর থানা পুলিশ আটক করেছে। আমরা সহযোগিতা করেছি।”

Share icon