শেরপুরের ঝিনাইগাতীতে ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে আলোচনা সভা

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 26.07.2018 - 07:43 PM
Share icon
  ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে স্থানীয় রাজমনি কমিউনিটি সেন্টারে ২৫জুলাই বুধবার শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে সামাজিক জাগরণ ও জন্মদিন উদযাপন "বার্থ ডে বাউন্সব্যাক" বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   ঝিনাইগাতী এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার এনটনি বারিকদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএও) রুবেল মাহমুদ।   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওসি বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার আব্দুল আওয়াল, উপজেলা প্রাণী সম্পদ অফিসার দিপক কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফ্লোরা ইয়াসমিন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রশিদা বেগম।   ঝিনাইগাতী ওয়ার্ল্ড ভিশন (এপি) এর প্রোগ্রাম অফিসার চিত্রা চিসিম, স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার পেট্রিক রুরাম, স্পন্সরশীপ সিষ্টেম সাপোর্ট অফিসার প্রাণশন দালবত, মানসী মোদক টুকলি, স্পেশাল প্রজেক্ট অফিসার প্রনব দেব, গ্লোরিদা রাংশা, দুলন জেফিরাজ কুবি প্রমুখ।   আলোচনা সভায় অংশ নেয়, স্পন্সরশীপ শিশু ও এলাকার শিশুরা। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ একজন শিশুর শারীরিক ভাবে বেড়ে উঠার বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন এবং শারিরিক ভাবে সহিংসতা বন্ধে সামাজিক জাগরণ বিষয়ে বিস্তারিত পরামর্শ প্রদান করেন।
Share icon