পুরাতন রেট বাতিল করে ৮০% বৃদ্ধির দাবিতে শেরপুরে পল্লী বিদ্যুৎ ঠিকাদারদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
মঙ্গল, 15.07.2025 - 09:42 PM
Share icon
Image

মারুফ রহমান,শেরপুর॥ সারা দেশের ন্যায় শেরপুরেও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে পুরাতন রেট সিডিউল বাতিল করে নতুন ৮০% হারে রেট বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার(১৫ জুলাই)সকাল ১১টায় শেরপুর সদর উপজেলার ভাতশালাস্থ পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক মিনি ঠিকাদার এতে অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শেরপুর জেলা মিনি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ও সদ্য সাবেক শেরপুর জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন ছানু। সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মোঃ আব্দুল মমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক।

সভাপতি মোঃ ছানোয়ার হোসেন ছানু বলেন, “বর্তমান বাজারে প্রতিটি যন্ত্রাংশ ও কাঁচামালের দাম আকাশছোঁয়া। শ্রমিকের মজুরি দ্বিগুণ হয়ে গেছে। অথচ আমাদের ঠিকাদাররা এখনো আগের পুরনো রেট সিডিউলেই কাজ করছে। এতে প্রকল্প বাস্তবায়নে আমরা শুধু লোকসানই গুণছি। সরকার যদি দ্রুত নতুন রেট ঘোষণা না করে, তাহলে কাজ বন্ধ করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।"

সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক বলেন, “আমরা সরকারি উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ আমাদের প্রাপ্য ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হচ্ছে না। দেশের অর্থনৈতিক বাস্তবতায় মিনি ঠিকাদাররা আজ টিকে থাকার লড়াই করছে। আমরা সরকারের কাছে দ্রুত ৮০% হারে রেট বৃদ্ধি করে ন্যায্য পাওনা নিশ্চিত করার দাবি জানাই।"

Image

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ শাহিন আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম (হোসেন), কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ রাব্বানা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন এবং সহ-অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান তুহিন।

বক্তারা বলেন, বর্তমানে বিদ্যুৎ-সংশ্লিষ্ট প্রতিটি সরঞ্জামের দাম বেড়ে গেছে। পুরনো রেট অনুযায়ী কাজ করলে প্রকল্পের মান বজায় রাখা কঠিন হয়ে যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব নতুন রেট সিডিউল কার্যকর করার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে সংগঠনের প্রতিনিধি দল শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন-এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের যৌক্তিক দাবিসমূহ তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেন।

Share icon