শেরপুরে নিরীহ কৃষক পরিবার অভিযুক্ত হত্যা মামলার আসামিদের হয়রানিতে অতিষ্ঠ: প্রশাসনের হস্তক্ষেপ দাবি
মারুফুর রহমান, শেরপুর | ৩ নভেম্বর ২০২৫
শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামে হত্যা মামলার আসামিদের লাগাতার হামলা, হুমকি ও মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়ে এক নিরীহ কৃষক পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে। সোমবার দুপুরে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফারহান তানভীর আদিব লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
তিনি জানান, হত্যা মামলার আসামিরা প্রতিশোধপরায়ণ হয়ে তাদের ফসল নষ্ট, সেচ মোটর চুরি এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে। এতে পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
ভুক্তভোগী ছামিদুল ইসলাম মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে আসামিপক্ষ ভয়ভীতি, হামলা ও মিথ্যা অভিযোগের মাধ্যমে তাদের উপর নির্যাতন চালাচ্ছে। তিনি বলেন, “হত্যা মামলা তুলে নেওয়ার জন্য তারা নানা চাপ সৃষ্টি করছে। আমরা ন্যায়ের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি।”
এদিকে এলাকাবাসীরাও একই অভিযোগ করে বলেন, হত্যা মামলা হওয়ার পর থেকেই বাদীপক্ষের পাশাপাশি তারাও আতঙ্কে রয়েছেন। একাধিক স্থানীয় ব্যক্তি জানান, প্রতিপক্ষের দাপটে এলাকায় এখন অস্থির পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খান বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
