Image

জেলা প্রতিনিধি, শেরপুর॥ শেরপুর-১ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সালসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভয়াবহ দুরবস্থার মধ্যে রয়েছে। প্রতিদিন শত শত রোগী চিকিৎসা না পেয়ে ভোগান্তিতে পড়ছে। অথচ গত ১৭ বছরে এই হাসপাতালে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি।

তিনি বলেন, “চিকিৎসক সংকট, ওষুধের ঘাটতি আর অব্যবস্থাপনার কারণে অসহায় মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। আমি যদি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হই, তবে সদর হাসপাতালের উন্নয়নই হবে আমার প্রথম কাজ।”

রাজনীতি
অর্থ-বানিজ্য