Image

শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটো রিক্সার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রবিন (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নিহত রবিনের বন্ধু মেহেদী হাসান। রবিন উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা গ্ৰামের হিটলারের ছেলে।

জানা যায়, ৯ জুন শুক্রবার বিকেলে শ্রীবরদী পৌরসভার সামনে মোটরসাইকেলে বাড়ির দিকে আসছিল রবিন ও তার এক বন্ধু। হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ  লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।