Image

মারুফুর রহমান, শেরপুর॥ ২০২৪ সালের ৪ আগস্ট। বৈষম্যবিরোধী দাবিতে উত্তাল হয়ে উঠেছিল শেরপুর শহর। শিক্ষার্থীদের সেই গণ-আন্দোলন রূপ নেয় এক দফার সরকারবিরোধী বিক্ষোভে। কিন্তু সেই দিনেই শহরের খরমপুর এলাকায় রক্তাক্ত অধ্যায়ের সূচনা। গুলিতে ও গাড়িচাপায় প্রাণ হারান তিন তরতাজা কলেজছাত্র, সবুজ মিয়া, মাহবুব আলম ও শারদুল আশীষ সৌরভ।

দেশজুড়ে
অর্থ-বানিজ্য