Image

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ধানুরপাড়া গ্রামে জামায়াত নেতা পরিচয় ব্যবহার করে একাধিক মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে বিক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর–জামালপুর সড়কের ধানুরপাড়া অংশে নারী-পুরুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযোগে বলা হয়, গ্রামের মো. আমীর উদ্দিনের ছেলে বাবুল মিয়া রাজনৈতিক সুযোগ-সুবিধা নেওয়ার জন্য একসময় জাতীয় পার্টি ও আওয়ামী লীগে সক্রিয় ছিলেন। সাম্প্রতিক সময়ে নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা পরিচয় দিয়ে গ্রামের মানুষকে নানা উপায়ে হয়রানি করে আসছেন।

রাজনীতি
অর্থ-বানিজ্য